টানা ১০ বছর মসজিদের নির্মাণকাজ চলে। মসজিদের প্রধান মিস্ত্রি আনা হয় অবিভক্ত ভারতের কলকাতা থেকে। প্রধান মিস্ত্রিসহ জোগালিরা ছিলেন ভারতের। পাশাপাশি মসজিদ নির্মাণে এলাকার লোকজনও সহায়তা করেন। এলাকার লোকজন এ মসজিদকে রায়পুর 'বড় মসজিদ' হিসেবে জানে। আধুনিক স্থাপত্যশৈলীর দ্বিতল এ মসজিদে রয়েছে তিনটি আকর্ষণীয় গম্বুজ। প্রতিষ্ঠা সালঃ বাংলা ১২১৭; আরবী ১২৩১ হিজরী। প্রতিষ্ঠাতাঃ মরহুম পীরে কামেল শাহ ফজলুল্লাহ ওরফে বুড়া হযরত (রঃ)। গম্ভুজঃ ২৩ টি। মিনারঃ ১ টি। দরজাঃ ৯ টি। গেইটঃ ১ টি। টানা ১০ বছর মসজিদের নির্মাণকাজ চলে। মসজিদের প্রধান মিস্ত্রি আনা হয় অবিভক্ত ভারতের কলকাতা থেকে। প্রধান মিস্ত্রিসহ জোগালিরা ছিলেন ভারতের। পাশাপাশি মসজিদ নির্মাণে এলাকার লোকজনও সহায়তা করেন। এলাকার লোকজন এ মসজিদকে রায়পুর 'বড় মসজিদ' হিসেবে জানে। আধুনিক স্থাপত্যশৈলীর দ্বিতল এ মসজিদে রয়েছে তিনটি আকর্ষণীয় গম্বুজ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS