গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আই.ডি. এ এর অর্থায়ণে চাঁদপুর সেচ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। মোট খরচ ৪.৩ কোটি টাকা। মোট আয়তন ২১.৮৩ হেক্টর।পুকুরের সংখ্যা ৭৫ টি ( বর্তমানে ৬৯ টি ) ।পুকুরের মোট আয়তন ১৩.৩৬ হেক্টর। (ক) নার্সারী ও উৎপাদন পুকুরঃ ৪৮ টি. ৮.৯০ হেক্টর। (খ) ব্রুড পুকুর ২১ টি. ৪.৪৬ হেক্টর। কার্প হ্যাচারী ও ল্যাবরেটরী সংখ্যা একটি। চার কক্ষ বিশিষ্ট একটি সরকারী রেস্ট হাউস এখানে অবস্থিত। বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর এর আওতায় কার্প হ্যাচারী এবং প্রশিক্ষণ কম্পোনেট রায়পুর তথা সমগ্র বাংলাদেশে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS