মৎস্য সম্পদ :
ইলিশ আমাদের জাতীয় মাছ। একক প্রজাতী হিসাবে সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন। দেশের মৎস উৎপাদনে ইলিশের অবদান প্রায় শতকরা ১২-১৩ ভাগ। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ইলিশের উৎপাদন প্রায় ১৩৫০০ মে: টন যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। স্থানীয় চাহিদা পূরন করে ইলিশ মাছ দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এবং বিদেশে ও রপ্তানী হয়ে থাকে।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ০৩টি ইউনিয়নের প্রায় ৬৫০০ জেলে রয়েছে তাদের প্রায় ৮০% জেলে সার্বক্ষনিক ভাবে এবং ২০% খন্ডকালীন সময়ে ইলিশ আহরন করে থাকে। ধরা ছাড়াও বিপনন,পরিবহন, প্রক্রিয়াজাত করন, নৌকা তৈরীর কাজকরে থাকে,তন্মমধ্যে ২০০০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।
কৃষি সম্পদ:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। লক্ষ্মীপুরের মাটি, জলবায়ু ও পানি নানা ধরণের ফসল উৎপাদনের উপযোগী। এই উপজেলার মোট গৃহস্থালির ৭৫% ই কোন না কোন ভাবে ফসল উৎপাদনের সাথে জড়িত। ধান, সয়াবিন,পাট, মারিচ, সারিষা, আলূ, বাদাম ও আখঁ এই উপজেলার প্রধান ফসল। এছাড়া রায়পুর উপজেলায় সুপারি ও নারিকেলের ব্যাপক চাষ লক্ষ্য করা যায়। আরো আছে প্রচুর পরিমানে ফলজ গাছ দেখা যায়। আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, বেল ও আমড়া প্রধান কয়টি স্থানীয় ফল।
পশু সম্পদ :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় গ্রামীন এলাকায় কৃষিশুমারি ১৯৯৬ অনুযায়ী গাবদি পশু পালন গ্রামীন গৃহস্থালির ৩৬% । ২২২ টি হাঁস মুরগীর খামার ও ১০২ টি পশুসম্পদ খামার রায়পুরকে পশুসম্পদের দিক থেকে উন্নত করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস