Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ
বিস্তারিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল অদ্য ১১/১১/২০১৪ তারিখ প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১ (একত্রিশ) টি মাস্টার্স বিষয়ে সারাদেশে ১০৩ (একশত তিন) টি কলেজের ১,২৬,৮২১ (এক লক্ষ ছাব্বিশ হাজার আটশত একুশ) জন পরীক্ষার্থী মোট ৮২ (বিরাশি) টি কেন্দ্রে অংশগ্রহণ করে। উলেস্নখ্য বিগত আগস্ট/২০১৪ মাসে তত্বীয় এবং নভেম্বর/2014 মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। প্রকাশিত ফলাফলে পাশের হার ৯৩.৩৩% । প্রকাশিত ফলাফল আজ রাত ০৮:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info  থেকে জানা যাবে। এছাড়া যে কোন  মোবাইল থেকে  SMS  করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>mf<space> Roll  লিখে 16222 নম্বরে Send করতে হবে।

স্বা:-

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/12/2014