রায়পুর উপজেলায় ৫ দিনব্যাপী ৫১ তম ইছালে ছাওয়াবের মাহফিল মঙ্গলবার (২২ ডিসম্বর) থেকে শুরু হবে। আয়োজকদের আশা অন্যান্য বছরের ন্যায় এবারও হায়দরগঞ্জ ঈদগা ময়দানের এ ইছালে ছাওয়াব মাহফিলে প্রায় লক্ষাধিক লোকের উপস্থতি ঘটবে। ২৭ ডিসেম্বর রোববার আখেরী মুনাজাতের পূর্বে বয়ান করবেন চট্টগ্রাম আন্দরকিলা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) হযরত মাওলানা ছাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস